আমরা
জানি পরিষ্কার সুপেয় পানি এবং সাবান ব্যবহারে পানিবাহিত রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়।
ডায়ারিয়া বা পেটের অসুখ থেকে বাঁচা যায়। কিন্তু দ্য লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড
ট্রপিক্যাল মেডিসিন এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটার এইডের নেতৃত্বে পরিচালিত
এক গবেষণায় দেখা যায়, সারা বিশ্বের ২৬ কোটি ৫০ লাখ শিশু কম বৃদ্ধিজনিত সমস্যায় আক্রান্ত
হয়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় ভুগছে। ১০ হাজার শিশুর ওপর পরিচালিত ১৪টি গবেষণায়
প্রাথমিক তথ্য পর্যালোচনায় এই তথ্য বেরিয়ে এসেছে। এই গবেষণার প্রতিবেদন তৈরিতে নেতৃত্ব
দিয়েছেন পুষ্টিবিদ ড. ড্যানগোর। তিনি বলেন, পরিষ্কার বা স্বচ্ছ পানি, স্বাস্থ্যসম্মত
পয়:নিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে ডায়রিয়ার মতো মৃত্যুর উপসর্গগুলো
কমে আসতে পারে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, পৃথিবীব্যাপী পরিচালিত এই গবেষণার
ফলাফল পর্যালোচনায় সুবিধাজনক স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা পাঁচ বছরের কম বয়সী শিশুদের
প্রায় ০.৫ সেমির মতো উচ্চতা হলেও উচ্চতা বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশ, ইথিওপিয়া,
নাইজেরিয়া, চিলি, গুয়াতেমালা, পাকিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও কম্বোডিয়ার
শিশুদের ওপর এই গবেষণা চালানো হয়। সূত্র: হেলথ ম্যাগাজিন, নভেম্বর ২০১৩।
Sunday, November 17, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment