নিয়মিত চকোলেট
খেলে বয়স্কদের স্মৃতিভ্রম রোগের উপশম হবে এবং বৃদ্ধি পাবে স্মৃতিশক্তি। সম্প্রতি এমনই
তথ্য দিয়েছেন ইতালির লেক কুইলা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গবেষণায় স্মৃতিশক্তি লোপ
পাওয়া ৯০ জন বয়স্ক লোককে নমুনা হিসেবে নেয়া হয়, যাদের বয়স সত্তরোর্ধ্ব। এদের প্রত্যেককে
উচ্চমধ্যম ও নিম্নমাত্রার কোকো পানীয়ের (এক ধরনের উপাদান, যা চকলেটে দেয়া হয়) ডোজ নিয়মিত
দেয়া হয়। এতে দেখা যায় এদের মস্তিষ্ক আগের চেয়ে বেশ সক্রিয় এবং স্মৃতিশক্তিও তুলনামূলক
বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, চকলেট উচ্চ রক্তচাপ প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করে। সূত্র:
হেলথ ম্যাগাজিন, অক্টোবর ২০১৩।
No comments:
Post a Comment