সবুজ চায়ের ভেষজ
উপাদান ত্বককে রোদে পোড়া থেকে সুরক্ষা করে এবং ধ্বংস করে ক্ষতিকারক সূর্যের অতি বেগুনি
রশ্মি। সম্প্রতি এমনটাই দাবি করলেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তারা বলেন, সবুজ চায়ে
গোল্ডেন ফার্ন ও আসিয়ান জিনসেং বেশি থাকে, যা সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে
সুরক্ষা করে। গবেষণায় আরো বলা হয়, নিয়মিত উচ্চমাত্রার সবুজ চা পানে সূর্যের অতি বেগুনি
রশ্মির কার্যকারিতা হ্রাস পায় এবং এর মাধ্যমেই সৃষ্ট ত্বকের ক্যান্সার প্রতিরোধ সহায়তা
করে। সূত্র: হেলথ ম্যাগাজিন, অক্টোবর ২০১৩।
No comments:
Post a Comment