i-Health News

Health News Update

Breaking

Wednesday, December 4, 2013

এনার্জি ড্রিংকস হৃদযন্ত্রের কার্যক্রমকে ব্যাহত করে

ক্যাফেইনযুক্ত পরিপূর্ণ শক্তিবর্ধক পানীয় পানে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন গবেষকেরা। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৭ জনকে শক্তিবর্ধক পানীয় পান করানোর পর তাদের হৃদযন্ত্রের ছবি নিয়ে দেখেছেন, শক্তিবর্ধক পানীয় পানের পর তাদের হৃদস্পন্দন গতি অনেক বেড়ে যায়।

গবেষক দলটি বলেন, শিশু ও পূর্ণ বয়স্ক মানুষের শারীরিক অবস্থা বিবেচনা করে এ ধরনের পানীয় পান পরিহার করা উচিত।

শক্তিবর্ধক পানীয়গুলোতে কফি বা কোলার চাইতে তিনগুণের বেশি ক্যাফেইনযুক্ত বিভিন্ন উপাদান থাকে। এ কথা উল্লেখ করে গবেষক ডা: জোনাস ডরনের বলেন, ‌আমরা অবশ্য এখন পর্যন্ত জানতে পারিনি শক্তিবর্ধক পানীয়গুলো ঠিক কিভাবে হৃদযন্ত্রের কার্যক্রমকে প্রভাবিত করে। তবে প্রচলিত আছে উচ্চমাত্রার ক্যাফেইন সমৃদ্ধ খাবারে অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেগুলোর মধ্যে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অস্থিরতা, রক্তের চাপ বেড়ে যাওয়া ইত্যাদি। অনেক ক্ষেত্রে এর জন্য হৃদরোগ বা হঠাৎ মৃত্যুও হয়ে থাকে। সূত্রঃ দৈনিক নয়াদিগন্ত, ৪ ডিসেম্বর ২০১৩।

No comments:

Post a Comment