i-Health News

Health News Update

Breaking

Tuesday, December 3, 2013

হৃদরোগের ঝুঁকি কমাবে দাঁত পরিচর্যা

নিয়মিতভাবে দাঁতের পরিচর্যা করলে হৃদরোগের ঝুঁকি কমে। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ’-এর এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত মুখ, দাঁত ও মাড়ির যত্ন আথারোক্লেরোসিসের ঝুঁকি কমিয়ে দেয়। এতে হৃদরোগ এবং স্ট্রোক ও মৃত্যুঝুঁকি কমে আসে। দাঁতে প্লাক জমে গেলে হৃৎপিণ্ডের ধমনি  সঙ্কুচিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা দেখা দেয়। গবেষকেরা বলছেন, দাঁতের বিভিন্ন রোগ ও মাড়িতে ব্যাকটেরিয়ার অবস্থান ও প্রকৃতির ওপর আথারোক্লেরোসিসে আক্রান্ত হওয়ার আশঙ্কার যোগসূত্র আছে। ‘ওরাল ইনফেকশনস অ্যান্ড ভাসকুলার এপিডেমিওলোজি স্টাডি’ (আইএনভিইএসটি) শীর্ষক এই গবেষণা চালানো হয় উত্তর ম্যানহাটানের ৬০ থেকে ৭৬ বছর বয়সী ৪২০ জনের ওপর। তাদের দাঁতে কোনো সংক্রমণ আছে কি না তা পরীক্ষা করে দেখা হয় এতে।


গবেষণায় অংশগ্রহণকারীদের দাঁত থেকে পাঁচ হাজারের বেশি প্লাক নমুনা সংগ্রহ করা হয়। এরপর দাঁতের বিভিন্ন রোগের জন্য দায়ী ১১ প্রজাতির ব্যাকটেরিয়া নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়। সূত্রঃ দৈনিক নয়াদিগন্ত, ৩ ডিসেম্বর ২০১৩।

No comments:

Post a Comment