i-Health News

Health News Update

Breaking

Sunday, June 29, 2014

অ্যাজমার প্রতিষেধক আদা ! (Ginger is antidote of asthma)

যারা দীর্ঘদিন ধরে অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্টে ভুগছেন, তারা আদা খেতে পারেন। কারণ আদায় এমন সব উপাদান রয়েছে, যা অ্যাজমা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ নিয়ে গবেষণা করেছেন। গবেষক দলের প্রধান এলিজাবেথ টাউনসেন্ড বলেছেন, সম্প্রতি অ্যাজমায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ রোগের কারণ নির্ণয়ে ব্যাপক গবেষণা চলছে। গত ৪০ বছরে অ্যাজমা রোগ প্রতিরোধে খুব বেশি নতুন ওষুধ আবিষ্কৃত হয়নি। তবে নতুন গবেষণায় জানা গেছে, আদার বিভিন্ন উপাদান অ্যাজমা রোগের উপশম ঘটায়। আদায় এমন উপাদান আছে, যেগুলো শ্বাসকার্যে ব্যবহৃত নালীগুলোর এয়ারওয়ে স্মুথ মাসল (এএসএম) কোষকে সতেজ করে। গবেষকরা অ্যাজমার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের সঙ্গে আদার তিন ধরনের উপাদান মিশিয়ে দেখেছেন, এতে ওষুধের কার্যকারিতা বেড়ে যায়। সূত্র: দৈনিক সমকাল, ২২ মে ২০১৩।

No comments:

Post a Comment