প্রতিদিন
ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকলে শিশুদের অ্যাজমা বা শ্বাসকষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
প্যারিসে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ চিকিৎসকেরা তিন হাজারের
বেশি শিশুর ওপর গবেষণা চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেন।
গবেষকেরা
অতিরিক্ত টিভি দেখে এমন সাড়ে তিন বছর থেকে সাড়ে ১১ বছরের শিশুদের মধ্যে শ্বাসকষ্টের
সমস্যা সৃষ্টি হতে দেখেছেন। তারা দেখেছেন, অতিরিক্ত টিভি দেখা শিশু, শৈশবে যাদের শ্বাসকষ্ট
ছিল না, প্রায় আট বছর পর তাদের ৬ শতাংশের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয়। আবার শিশুদের
অভিভাবকেরা পর্যবেক্ষণ করে দেখেছেন, শ্বাসকষ্ট আছে এমন শিশুরা প্রতিদিন দুই ঘন্টা কিংবা
তার বেশী সময় টিভি দেখলে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। যেসব শিশু দুই ঘন্টার কম সময় টিভি
দেখে, তাদের তুলনায় দুই ঘন্টার বেশি টিভি দেখে, এমন শিশুদের সাড়ে ১১ বছরের মধ্যে শ্বাসকষ্টে
আক্রান্ত হওয়ার সংখ্যাও প্রায় দ্বিগুন। তাই শিশুদের টিভি দেখার সময় সীমিত করে ফেলাই
বোধ হয় অভিভাবকদের বুদ্ধিমানের কাজ হবে। সূত্র : দৈনিক নয়াদিগন্ত, ৫ ফেব্রুয়ারী ২০১৪।
No comments:
Post a Comment